ছয় ঋতু সঙ্গে লয়ে বৎসরের  আগমণ ,
গ্রষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের সমাগম ।

গ্রষ্মেতে অবিরাম গরমেতে ঝরে ঘাম ,
গরমেতে নরম করে কোথাও নেই আরাম ।

বর্ষায় ঝরঝর ধারা নামে বৃষ্টি হয় অবিরাম  ,
শ্রাবনে  ধারা  শ্রাবন  নদী নলায় হয় বান ।

শরতে শরৎরানী  শিউলী ফুলে ফুলে সাজে ,
আকাশে বাতাসে জলে স্থলে আগমনীর সুর ভাসে ।

হেমন্তে  আউষের চাষ  সুঘ্রানে ভরে  চারিপাশ ,
নূতন ধান্যে হবে  নবান্ন নূতন শষ্যের বহে  সুবাস ।

শীতেতে  কাঁপে থরথর  ধন ধান্যে খামার ভরো ,
পিঠে  পুলির  সমারোহ  সুগন্ধে সুবাসে ভরে গৃহ ।

বসন্তে  কৃষ্ণচূড়া  লালে লালে রাঙ্গে বসুন্ধরা  ,
আবীর রঙে রঙে খেলে হোলি ব্রজগোপীরা!

বছর বছর ঘুরে ঘুরে ছয় ঋতু আসে ,
দুই মাসে একঋতু  ছয় ঋতু হয় বারমাসে!

এইরূপে নানা রঙে ছয়ঋতু আসে নানা ঢঙ্গে ,
রূপসী ঋতু সবে সাজে নানা বর্ণে নানা সঙ্গে !

    ********************
সন্ধ্যা - ৭ : ০৫ মিনিট !
০৫ / ০৮ / ২৩ শনিবার !
কনকর্ড = আমেরিকা !