চৈত্রের শেষে বৈশাখ মাসে
দহনেতে দেহ জ্বলে শুষ্ক গলা পিয়াসে ,
বাহির পানেতে যেন জ্বলে দাবানল
যেন মরুদেশে মরিচিকা (জল)সম ভাসে ।
ঝড় বৃষ্টি আসার আশে
আশায় আশায় থাকি বসে ,
কখন যে ঝড় বৃষ্টি আসে
শান্তি নামে ক্লান্তি নাশে ।
দিবারাত্র দহনে ঘেমে
কেবলি অস্বস্তি গরমে ,
অসঝ্য গরমে অসুস্থ বোধে
জল ঢালি কেবলি গাত্রে ।
বৈশাখে নেই ঝড় বৃষ্টি
বৈশাখে নেই কাল বৈশাখী ,
এ কেমন কাল বৈশাখের রূপ ,
একি প্রকৃতির অভিশাপ না কোপ ?
বৈশাখেতে ঝড়ের সনে
ঝড়ের সাথে বৃষ্টি নামে ,
ঝড়ে গাছ উপড়ে ঘর ভাঙে
বৃষ্টিতে পাখীরা না ফিরে নীড়ে ।
××××××××××××××××××××
বিকাল - ৪ : ৪৫ মিনিট ।
০৬ /০৫ /২৩ শনিবার ।
কোলকাতা ।