রূপহীনা নারী যেমন মূল্যহীনা হয় ,
বুদ্ধিমতি রমণীর মূল্য দেয় জগতময় ।
রূপ যৌবন চিরদিন কারুর না রয় ,
জ্ঞান বুদ্ধি সর্বক্ষেত্রেই কার্যকরি হয় ।
অকর্মন্য পুরুষ সর্বত্রই মানক্ষীণ নরাধম ,
অপদার্থ স্বার্থপর অমানুষ কেবলই নীচমন ।
সুন্দর দেখতে অর্থের কি মহিমা সর্বত্রম ,
সুন্দরের আদর করে অর্থের শুধু মান তেমন ।
ভদ্রতা ভদ্র ব্যবহারের দেয় না কেউ দাম ,
অর্থ বিনে মানুষ্যগন জগতে পায়না সম্মান ।
নিজদেশে ধনীর মান সর্বত্রই মানি গুণীজন ,
দরিদ্র দরিদ্রই থাকে তাদের নাই আদর সম্মান ।
ধনী দারিদ্রের ভিতরে ভেদ কিছুই নাই কখনো ,
শুধু জ্ঞান বুদ্ধি ব্যক্তিত্বের মধ্যে মূল্য বিভাজন ।
জাতি আর জনমে কিবা আসে কিবা তার বিধান ,
উচ্চ মন মহৎ হৃদয় হয় যার সেইতো মহাজন ।
অন্ধ জন যদি আর্শীতে দেখে তার কেমন মুখ,
নয়ন বিনে সে কিছুই না দেখে সৌন্দর্যের না পায় সুখ ।
নলখাগড়ার জঙ্গলে ছড়ালে মুক্ত মানিক লক্ষ্যাধিক ,
সেই নলখাগড়া না পায় মূল্য কোন সময় অত্যধিক ।
************
সন্ধ্যা - ৬ : ৫৮ মিনিট ।
১৯ / ১১ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।