জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ,
অবিশ্বাসি মানুষেরা হয় মনের থেকে দূর ।
বিশ্বাসী মানুষেরা সবার প্ৰিয় সদাই হয় ,
অবিশ্বাসীদের কেউ বিশ্বাস করেনা নিশ্চয় ।

বিশ্বাসে আছে নৈতিকতা ধৈর্য্য শক্তি  ,
প্রতিটি মানুষের আছে কতই রীতি নীতি ।
বিশ্বাসে বাড়ে ধৈর্য্য সহ্য মনের জোর অতি  ,
বিশ্বাসের  উপর থাকে আস্থা ভক্তি আশক্তি ।

ঈশ্বরের দোহাই দিয়ে করে সবে আলোচনা  ,
ঈশ্বর করেন বিচার যে জন বিশ্বাসী মনা  ।
ঈশ্বরের প্রতিনিধি যে সাধুব্যক্তি  সৎ সেইজনা  ,
তার সমালোচনা করে সাধ্যি আছে কোনজনা  ।

অবিশ্বাসিরা সবার নিকটে ঘৃণার পাত্র হয় ,
তাকে বিশ্বাস করলে সে পদে পদে ঠকায় ।
কথায় আছে পাপিকে ঘৃণা কর পাপিকে নয় ,
পাপ সম ঘৃণ্য কর্ম আর কোন কিছুই না হয় ।

ববভারম্ভে  লঘুক্রিয়া মূর্খজনও জানে  ,
যথার্থই কথাটা মিথ্যা কিছুই কভু নহে  ।

            *********
সকাল - ১১ : ৩৫ মিনিট  ।
৩১/০১/২৫ শুক্রবার ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর ।