তুড়ি মেরে দাও উড়িয়ে নিন্দুকের মন্দ কথা ,
নিজের আত্মবিশ্বাসের উপর রাখো তুমি আস্থা !
লক্ষ্যে রাখি স্থির মতি চলো সন্তর্পনে ধীর গতি ,
মনে পাবে দিব্য শক্তি যদি ভক্তিতে থাকে মতি !

বিদ্রোহীদের প্রতিবাদে বিদ্রোহের আগুন জ্বলে ,
তবুও স্বার্থে অন্ধ যারা স্বার্থ নিয়েই চলে !
তাদের নিকট স্বদেশ কিবা দেশের কাজ কাকে বলে ,
শুধু তাদের প্রবৃত্তি সদাই লুট পাট মারিধান্দা চলে !

জনতা যখন জনার্দন যখন যাই ভাবে করে তাই তখন ,
না শুনে কারুর উপদেশ যুক্তি নিষেধ আবেদন !
তারা ভাবে তারাই সর্বে সর্বা ভুত ভবিষ্যৎ এখন ,
যেটা যখন ভাবে সেটাই স্থির করে যোগ্য নির্ধারণ !

নিন্দা করা স্বভাব যাদের তাদের সবার নিন্দা করাই কাজ,
তারা এক সংক্রামক ব্যাধিগ্রস্ত সংসার সমাজের মাঝ !
নিন্দা আর মন্দ ছাড়া তারা ভালো কিছু জানেনা ,
চায়ের দোকান রকে চকে পথে
ঘাটে শুধু সমালোচনা !

সমাজে যাকিছু ভালো তাদের চোখে কিছুই পড়েনা ,
মন্দ খারাপ ছাড়া তাদের চোখ ভালো কিছু দেখেনা !
নিন্দে মন্দ কে তারা কিছুতেই এড়িয়ে যেতে পারেনা ,
তারা  নিন্দা সমালোচনায় কিছুতেই হার মানেনা !

      **********
দুপুর - ১২ : ২৭ মিনিট !
০১ /০৭ /২৪ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !