লোভ হিংসা ঘৃণা অহংকার দর্প,
মানুষের চরিত্র করেছে ঘৃণিত খর্ব !
মানুষের চরিত্র হয়েছে জানোয়ারের দ্বিতীয় রূপ ,
দেখতে মনুষ্য আকার চরিত্রে বিকৃত রূপ !

আচরণে পাশবিক নয়তো মানবিক ,
লোলুপ জিঘাংসা যেন অদ্ভুত অস্বাভাবিক !
অপরের সুখে হিংসা দুঃখে আনন্দ কৌতুক ,
বিপদে নয় সাহায্যের হাত মজা লুটে উজবুক !

কর্মে ধর্মে জ্ঞানে গুনে মানুষ হয় মহান ,
বৈভব ধনে দৌলতে পায়না মানির মান !
মহানুভবতায় দৃঢ়তায় সে পায় শ্ৰেষ্ঠত্বের সম্মান ,
স্বার্থে শয়তানীতে সে হয় দুরন্ত
শয়তান !

মিথ্যা বদগুণে অপযশ অপমান,
তাদের নিকট হয়না মূল্য মানুষের জ্ঞান !
অহংকারে দর্পভরে ভাবে পাবে সে সুনাম ,
তারা বোধহীন জ্ঞানহীন মানুষ নামের  বেইমান !

তারা এক বিষবৃক্ষ প্রসারিত যেমন ,
সেই বিষবৃক্ষের ছায়ায়ও এলে হয় মরন !
বিষবৃক্ষে বিষেই  হয় অমৃত ফল না হয় কখন ,
তাদের মুখে মিষ্টি হাসি অন্তরে বদ দুই ই সমান !
        ***********
বিকাল - ৩:৫৬ মিনিট !
১৩ / ০৭ / ২৪শনিবার !
কোলকাতা !