ডিজিটাল জমানায় ঠায় বসেই দুনিয়ার খবর পায় ,
ভাল মন্দ খারাপ ভাল এক জায়গাতেই পৌঁছে যায় ।
অর্থাভাব নাই তাতেও নাই কোন ভাব ফল স্বরূপ হয় ,
চলে যায় মানবতা বোধ হুঁশ, বেকুব বেহুঁশ হয়ে যায় ।
মহাপ্রস্থানের পথ ক্রমান্নয়ে সময় আগত প্রায় ,
জেনে বুঝে মনুষ্য সমাজ পাপ পথে ধেয়ে যায় ।
নিজের ভাল মন্দ বুঝেনা নির্বোধ গর্ত খুঁড়ে যায় ,
অবশেষে সেই গর্তে পড়ে নিজের প্রাণ হারায় ।
কূটনীতি মন্থরার মন্ত্র সব ক্ষেত্রেই যুগে যুগে আছে ,
কাল ক্ষেত্র সময় বুঝেই তার কূট চাল চালে সে যে ।
সেই কূট চাল সময় সুযোগ বুঝে তার কাজে লাগায় ,
মাঝখানে সময় সুযোগ বুঝেই নিজের কাজ গুছায় ।
চেনেনা ঘরবাড়ী নাই কর্তব্য বিবেক স্বার্থই বড় তার,
নাই জ্ঞান মান সম্মান বিবেকের দংশন আনন্দই সার ।
ভালোবাসার স্বাধীনতায় কেন বাজে বিষাদের যেন সুর ,
মনের কোণে প্রশ্ন জাগে একোন অজানা বেহাগ বিধুর ।
জন্মভূমি স্বর্গ তুমি মাতৃভূমি ছিলেতো মা বেশ ,
কে বা কারা বানাল তোমায় মা ভ্রষ্টাচারের দেশ ।
তোমার কাছেই রয়েছে মাগো আমার সকল অস্তিত্ব ,
কে তোমারে করলো মাগো শ্মশান ভূমিতে পরিণত ।
**************
রাত্রি -১০ : ১৩ মিনিট ।
২৪ / ১০ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।