রাই বিনোদিনী বসে একাকিনী ,
অপলক নয়নে চাহে বিরোহিনী ।
কালার ভাবে মগন রাধারানী ,
কি করে পাশরে কানু গুনমণি ।
রান্ধিতে বসিয়ে চিন্তে চিন্তামণি ,
ভাবে ভাব হারা দিবস যামিনী ।
কি করে হেরিবে কালা চক্রপানী ,
হেরিয়া জুড়াবে তাপিত জীবনখানি ।
কোথা আছ প্রভু বিনোদবিহারী ,
কৃপা করে দাও দেখা ওহে বংশীধারী ।
বাঁশীতে ডাকো রাধা রাধা ধৈর্য্য না ধরি ,
আমি যে কুলের কুলবধূ কুল মজাতে নারি ।
ওহে ও বংশীবদন না বাজাইও বাঁশী এখন ,
রন্ধন করিতে গিয়ে ভুলে যাই সব রন্ধন ।
শ্বাশুড়ী ননদী আমায় করে গুরু গুঞ্জন ,
দোহাই নিঠুর কালাচাঁদ না বাজাইও বাঁশী এখন ।
নিধুবনে কৃষ্ণকালী পূজি তোমায় বনমালী ,
জটিলা কুটিলা হেরে কালা নয় সে মহাকালী ।
নিধুবনে গিয়ে শ্রীমতি প্রেমে মজেছে বিশ্বপতি ,
আয়ান চল দেখবি যদি কালাবামে আছে শ্রীমতি ।
*******************
রাত্রি - ৯ : ৩৮ মিনিট ।
১৫ / ০৮ / ২৩ মঙ্গলবার ।
ইঞ্চনাও = সুইজাল্যান্ড ( ইউরোপ )