তুমি বৈকুন্ঠে নারায়ণ ,
তুমি সত্য ব্রহ্মসনাতন ।
তুমি ধনুকধারী রাম ,
তুমি বংশীধারী শ্যাম ।
তুমি যশোদার কানাই ,
তুমি শচীমাতার নিমাই ।
কালীঘাটে কালী  তুমি ,
বৃন্দাবনে হও বনমালী  ।
কৈলাসে ত্রিপুরারী তুমি ,
ভক্ত  প্রহ্লাদের শ্রীহরি ।।
কংস ধ্বংস কর তুমি ,
লঙ্কায় রাবন নিধন ।
তুমি  নন্দের দুলাল ,
ব্রজের তুমি গোপাল ।
বসুদেব নন্দন তুমি ,
মা দৈবকীর প্রাণধন ।
তুমি শ্রীরাধিকার প্রাণ ,
তুমি ব্রজবাসীর জীবন ।
গোষ্টে রাখালরাজা তুমি ,
গোপিনীদের কানাইয়ালাল ।
তুমি দুষ্টের শাসন কর ,
কালীদহে কালীয়া দমন ।
ভক্তের অধীন তুমি হরি ,
বিপদভঞ্জন শ্রীমধুসূদন ।
************
রাত্রি - ৮ : 00 মিনিট ।
১৮ / ০৯ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।