পুরানো কোথায় হারিয়ে গেছে নুতনের সমাগমে  ,
সন্ধ্যায় জ্বলেনা তেলের বাতি বিজলির আগমনে ।
শহর বাঁধান ইঁট সিমেন্টে যেন বাঁধান বইয়ের মতো ,
নাই আর সেথা খোলা মাঠ ঘাট রিলিফের পথ যত ।

গোচারণ ক্ষেত নাইকো সেথা নাইকো গরুর পাল ,
রাখাল ছেলের বাজেনা বাঁশী তুলে মিঠে সুরে তাল ।
খোলা প্রাঙ্গনে মুক্ত বাতাস বয়না আর আগের মতো ,
ছেলেরা আর খেলেনা সেথা আগে খেলত তারা যতো ।

নদীর ঘাটে কাটেনা সাঁতার আর ছেলে মেয়ের দল ,
আগের মতো নাইকো তাদের আনন্দ উচ্ছাস কোলাহল ।
প্রতিবেশীদের দুঃখে কষ্টে ব্যথিত হয়না গ্রামের সকল ,
যে যার মতো রয়েছে সেথায় উবে গেছে মানুষ্যত্ত বিকল ।

নবীনের আগমনে প্রবীনের বিদায়ের প্রতি ক্ষনে ক্ষনে  ,
সুন্দরের আহ্বানে চির নবীনের সমাগত প্রতি দিনে দিনে  ।
যুগ সময়ের দাপটে নবাগত সময়ের প্রতি ক্ষনে অনুক্ষনে ,
মুহূর্তে ভেসে যায় প্রতি মুহূর্তে নব নব নবীনের  আগমনে  ।

এ দুটি আঁখি খুঁজিয়া বেড়ায় দিনগুলি আজ হারালো কোথায়  ,
চারিদিকে দেখি খুঁজিয়া না পাই কোথায় হারালো দিনগুলি হায়  ।
যদি একবার নীরখি নয়নে জীবন জুড়ায় তাহা ধরে রাখি মনে ,
আঁখির পলকে হারালাম সে দিনে পুনঃ ফিরে পাবো কি সে দিনে  ?

                *******************

দুপুর - ১২ : ০০ টা ।
১৩/০২/২৫ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।