কতনা বেদন কত জ্বালাতন
মনের মাঝে কতই ব্যাথা ,
কখন কোথায় যাবো চলে
কেউই তখন বুঝবেনা তা '।
তখন শুধু কাঁদবে বসে
আমায় দেখতে আর পাবেনা ,
ছবি হয়ে মনের মাঝে থাকবো শুধু
আমায় দেখতেতো পাবেনা ।
যখন মনে পড়বে আমায়
অতীত স্মৃতি কত কল্পনা ,
একা একা ভাববে বসে
যখন কাছে থাকবো না ।
তোমার কাছে বিদায় নিয়ে
যাবো ছেড়ে চিরতরে ।
তখন তুমি আমার স্মৃতি
খুঁজে দেখো চারিধারে ।
আমার কথা মনে করে
ঘুমিয়ে পড়ো শেষে ,
দেখবে আমায় স্বপ্নদেশে
আমি আছি তোমার পাশে ।
****************
রাত্রি - ৮ : ১১ মিনিট ।
২৮ / ০২ / ২৪ বুধবার ।
কোলকাতা ।