এসো মা দুর্গা দেখ অন্তরায় হতে চেয়ে ,
জনগন করে প্রতিবাদ বিচার তব লয়ে।
কাঁদ শহর নগর দেশ বিদেশের জনগন ,
কাঁদে তোমায় ভালোবাসে আত্মীয় স্বজন ।
জাগছে রাত জাগছে ভোর করছে লড়াই ,
বলছে সবে সমস্বরে দুর্গার চাই বিচার চাই ।
বধবে তারা দানবে এবার অসুর করবে নিধন ,
দুনিয়ার থেকে সেই দানবে করবে বিসর্জন ।
তুমি রনরঙ্গিনী ধর ছিন্নমস্তা চামুন্ডার সাজ ,
অসুর নিধন তরে ধর সংহার রূপিনী আজ ।
যারা তোমার নিধনে তোমা'পরে করে কূকাজ ,
রেহাই পাবেনা তারা করবে ধ্বংস এই সমাজ ।
কতযে দুর্গা হারিয়েছে প্রাণ অসুরের তান্ডবে ,
যদি নাহয় প্রতিকার তার শত দুর্গা প্রাণ হারাবে ।
আঁধার রাত্রে প্রাণ হরে নিলো অসুর আর দানবে ,
সোচ্চার হও নারীরা সবে এবে ওদের শাস্তিদিবে ।
সাগরের যারা সাথে ছিল তারাও যাবেনা বাদ ,
নারীরা জেগেছে এবার তারাও নিল যে জেহাদ ।
সাধুর অভিনয়ে যারা তোমায় জীবন করে বরবাদ ,
বাদ যাবেনা কেউই ঘটবে এবার তাদের প্রমাদ ।
জাগিয়ে দিলি সবাইকে আজ ভাঙিয়ে দিলি ভয় ,
জীবন দিয়ে শিখিয়ে দিলি অন্যায়ের সাথে আপোষ নয় ।
নিজের রক্ষা নিজেকেই করতে হবে কারুর অপেক্ষা নয় ,
নারীরা সবাই করবে প্রতিবাদ সময়ের অপেক্ষা না সয় ।
সাজছে আজ মহামায়া রণসাজে সাজিয়ে রণ ,
কাশফুলেতে দুলে জীবন আসছে প্রতিশোধের ক্ষণ ।
ঘরের মেয়ে তিলত্তোমার আর বিচারের ধৈর্য্য কতক্ষণ ,
লড়ছে নগর শহর গ্রামাঞ্চল দেশ বিদেশের জনগন ।
***************
দুপুর - ১২ : ০২ মিনিট ।
০১ / ১০ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।