টাকা ছাড়া পুরুষেরা
নয়কো পুরুষ ,
হুঁশ বিনা মানুষেরা
নয়কো মানুষ ।
রূপ বিনে রমণীর
জুটেনাকো বর ,
শিশুরা মাতৃক্রোড়ে
শোভে যে সুন্দর ।
রূপেতে মোহিত হয়
অর্বাচিন জন ,
অভিনয়ে ভুলায় সে
কূবুদ্ধি ভাঁজে মন।
বিবেক আছে যার
সেইতো বিবেকবান,
মান হুঁশ নাই যার
নর পশুর সমান ।
ভদ্র ব্যবহারে ভাবে
অতিশয় হীন দুর্বল,
যার আবার টাকা আছে
সে অতি দাম্ভিক সবল।
অর্থ থাকলে লোকে
মত্ত অহংকারে ,
টাকা না থাকলে
সদাই ব্যস্ত রুজি রোজগারে ।
*************
সন্ধ্যা - ৬ :৩৭ মিনিট ।
০৮ /০৩ /২৪ শুক্রবার ।
কোলকাতা ।
এখানে টাওয়ার ও নেট না থাকায় আমি মন্তব্য করতে ও কবিতা প্রকাশ করতে ঠিক মত
পারছিনা !