দেখিতে মনুষ্য আকার আচারে তা নয় ,
বাঁচার মতো বাঁচতে হলে মনুষ্যত্ব থাকতে হয় !
কেউ যদি বিপদে পড়ে সাহায্যের হাত বাড়াও ,
সুসময়ের বন্ধু সবাই অসময়ে চিনেনা কেউ !
মানুষ দেখতে কিন্তু নাই উদার মানসিকতা ,
মনের মধ্যে জটিলতা কুটিলতা নাই উদারতা !
বাহিরেতে সরল দেখায় কিন্তু ভিতরেতে জটিলতা ,
মনেতে উগরে গরল বাহ্যিক দেখায় সরলতা !
'সরল গাভীর বাছুর মরে' প্রবাদ প্রবচন ,
বর্তমান সমাজে সহজ সরল আছে কোনজন !
এইযুগে সুখে আনন্দে বাস করে সেইজন ,
জগতে কষ্ট দুঃখ পায় সত্যি যাদের সহজ সরল মন !
সকল সমাজেই আছে লাজ লজ্জাহীন বিবেকহীন মানুষ ,
মনুষ্য সমাজের অনুপযুক্ত তারা নরপশু লেজহীন বেহুঁশ !
মনুষ্য নামধারী সমাজ বহির্ভুত
অসামাজিক জীব ,
মানুষের আকার ধরে কিন্তু কান্ডজ্ঞান হীন নির্জীব !
এইসব মানুষেরা সমাজের তথা দেশ ও দশের শত্রু ,
বিবেকহীন মানুষেরা দেশের নয়কো কখনো মিত্র !
নির্লজ্জ বেহায়া তারা লজ্জা সরম সম্মান নাই ,
বেলাল্লাপনায় দড় মানুষের চামড়া গায়ে নাই ভাই !
**********
বিকাল - ৪: ৩৬ মিনিট !
০৬/০৭ /২৪ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !