আদিম মানুষ ছিলো যখন বনমানুষের বেশে ,
আদলটা তার পাল্টে গেলো বিবর্তনে এসে ।
হাতে পায়ে হাঁটতো তারা নিরাভরন দেহ ,
না ছিলো পরিধেয় কিছু না ছিলো বাস গৃহ ।
কাঁচা মাংস ফল মূল যা পায় তাই খায় ,
সব কিছুই খাবার ছিলো সামনে যা যা পায় ।
ধীরে ধীরে শিখলো তারা দুপায়েতে চলতে ,
ভিন ধরনের আওয়াজ দিয়ে মনের ভাব বুঝাতে ।
বিবর্তনের পথে আসতে শিখলো তারা লজ্জা ,
গাছের পাতা ছাল বল্কল হলো পরিধানের সজ্জা ।
ধীরে ধীরে শিখলো তারা খাবার খাওয়ার স্বাদ ,
আস্বাদ এলো খাবারের তারা পেলো মুখের সুস্বাদ ।
তারপরেতে শিখলো তারা পাথর ঠুকে আগুন জ্বালতে ,
কাঁচামাংস পুড়িয়ে খেলো তারা পারলো স্বাদ বুঝতে ।
ভালো মন্দ খাবারের স্বাদ শিখলো ভালো মন্দ খেতে ,
কথা বলতে শিখলো তারা ভাষায় মনের কথা বলতে ।
শিখলো তারা লেখা পড়া ভদ্রভাবে জীবন যাপন করতে ,
পরিধানের পোষাক শিখলো ক্রমে লজ্জা নিবারণ করতে ।
***************
বিকাল - ৩ : ২৫ মিনিট !
১৬ / ১০ / ২৩ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !