শেওড়া গাছের শাঁকচুন্নি
নাকিসুরে গায় গান-ই ।
ঝোপঝাড়ের ঝোড়পেত্নি ,
ঝোপে বসে কয় কহানী ।
ভূতের মা পেত্নির মাসি ,
থাকে তারা ঘেঁসাঘেঁসি ।
ঘাড়ের উপর চড়ে মাসি ,
চল পেত্নি একটু ঘুরে আসি ।
ভূতকে তোর হয় পছন্দ ?
রাত্রে ঘুরে খানা খন্দ ।
নাকি সুরে ধরিস গান ,
শুনে ভূতের জুড়ায় প্রাণ ।
শেওড়া গাছের শাঁকচুন্নি ,
চেঁচিয়ে বলে আমি চিনি ।
ভূতের কাছে গাছের 'পরে ,
তাইতো বসে থাকি ওরে ।
ভূত আমার হবু বর ,
তাকে হ'তে দেবনা পর ।
ভূতকে যদি করিস বিয়ে ,
খাবো তোর রক্ত নিয়ে ।
শুনে হই অবাক তাই ,
ভূতেও কি কথা কয় ভাই ।
পেত্নির সাথে হলে বিয়ে ,
খাবে তার ঘাড় মটকিয়ে ?
শব যদি ভাই কইতো কথা ,
ভূতের ভয়ে ঘুরতো মাথা ।
বেড়াতে না আর হেথা হোথা ,
থাকতে শুয়ে জড়িয়ে কাঁথা ।
*************
কবি আর ইসলামের " কথা সত্য " কাব্যের মন্তব্য করেত গিয়ে আমার এই কাব্য লেখা ।
এই কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম ।
সন্ধ্যা - ৫ : ৩৮ মিনিট !
১২ /০৬ / ২৩ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !