জঙ্গলেতে মানুষ ছিল বনমানুষের বেশে  ,
বিবর্তনের সাথেএলো সভ্যতার আলোতে!
ছাল বল্কল পরিধেয় নগ্ন দেহ প্রায় ,
লজ্জা কি তারা না বুঝিত না জানিত হায় !

খিদা পেলে ফলমূল খেত ঘুম পেলে ঘুমে অচেতন ,
বংশ বৃদ্ধি হতো কেবল না ছিল আড়াল আবরণ !
কর্তব্য দায়িত্ব বিবেক কখনো না ছিলো কাহার ,
কেবল নিজের উদর পূরণ চিন্তাই ছিল তাদের !

বিবর্তনের পথে মানুষ শিখলো লজ্জাবৃত আবরণ ,
একের প্রতি অপরের জন্মালো প্রেম প্রীতি স্নেহের বন্ধন !
দায়িত্ব বিবেক জ্ঞান জন্মালো মনুষ্যত্বের বিকাশ ,
বুদ্ধির চেতন হলো এলো লেখা পড়া জ্ঞানের প্রকাশ !

ঘুরে ঘুরে বেড়াতো সবে খাদ্যের সন্ধানে ,
যে যা পেত তাই খেত ভাগ দিতোনা অন্যে!
ভালোমন্দ দায়িত্ববোধ না ছিল সম্পর্কের বিচার ,
বাবা মা ভাই বোন না কোন সম্পর্ক সব মিলে  মিশে একাকার !

মরলে ভাবতো এ আর নড়ন চরণ হবেনা ,
জন্মালে ছিল না ভাবনা কোথা  থেকে এল জানেনা !
আঘাত পেলে অনুভূতি ছিল খিদে পেলে খাবার ,
মল মূত্র নোংরা পরিষ্কারের কিছুই না ছিলো আচার !

           *************
বিকাল - ৪ : ১৫ মিনিট !
০২ /০৯ /২৩ শনিবার !
কলকাতা !