ক্লান্ত হয়ে রৌদ্র জ্বালায় ,
দুপুর বেলায় বটের তলায় ।
শরীর জুড়াই স্নিগ্ধ ছায়ায় ,
বটের ছায়ায় শীতল হাওয়ায় ।
এলিয়ে দিয়ে ক্লান্ত কায়া ,
মাখি বটের শীতল ছায়া ।
বটবৃক্ষের শাখায় শাখায় ,
পাখ পাখালী নীড় বাঁধে তায় ।
বটের ছায়ায় পথিক জন ,
বিরাম লভয়ে সবে অনুক্ষণ ।
গাঁয়ের যত ছেলের দলে ,
দোলনায় দুলে গাছের ডালে ।
বটের তলায় শান্ত ছায়ায় ,
তপ্ত রোদে উষ্ণ কায়ায় -
শরীর এলায় ক্লান্ত পথিক ,
জিরিয়ে নেয় সে একটু খানিক ।
গোপালেরা গো-পাল নিয়ে ,
বাথান করে সেখানে গিয়ে ।
বিরাম করে খানিক পরে ,
স্নানের ঘাটে স্নান সে সারে ।
হাটুরে সবে দহন জ্বালায় ,
বিরাম লভে শীতল ছায়ায় ।
ক্লান্ত হয়ে শরীর এলায় ,
বটের কায়ায় কুঞ্জ ছায়ায় ।
🌿🌿🌿🌿🌿🌿
দুপুর -১২ : ৪৭ মিনিট ।
০৬ /০৫ /২৪ সোমবার ।
কোলকাতা ।