প্রেম শুধু  জ্বালায় জ্বলে ,
জ্বালায় প্রেম  সব কালে ।
কৃষ্ণ প্রেমে জ্বলে রাধা ,
রাধা নামে বাঁশী সাধা ।

কৃষ্ণ কলঙ্কের মালা ,
গলায় পরে ব্রজবালা ।
হৃদে জ্বলে দ্বিগুন জ্বালা ,
জলেও  না নিভে জ্বালা ।

ব্রজগোপিনী স্নানের ঘাটে ,
যায় সবে যমুনার তটে ।
ব্রজগোপিনী যমুনার তটে ,
স্নান করিতে নামে  ঘাটে ।

কৃষ্ণকালা হেন কালে ,
বসন হরে রাখে তমাল ডালে ।
বাজায় বাঁশী বসে তমালে ,
বাঁশীর সুরে রাধা রাধা বলে ।

জোড়হাতে গোপিনী বলে ,
বসন মোদের দাও ফেলে ।
কি করে উঠি যমুনার কুলে ,
লোকনিন্দা  করবে গোকুলে ।

**************
দুপুর - ১ : ২২ মিনিট !
০৪ / ০৬ /২৩ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !