বসন্তে বাসন্তী রঙে রঙে খেলে রঙ্গোলী ,
ফাগেতে ফাগুয়া রঙ হৃদয়ে রাঙে হোলী ।
ফাগুয়া রঙেতে রাঙা সবার তনু মন প্রাণ ,
বসন্তে রাঙলো নবীন পরিনীতা দু'টি মন ।
রাঙলো হৃদয় রাঙলো দুটি প্রজাপতি মন ,
বসন্তে লাগে যে হোলী রাঙে খুশীতে জীবন ।
বনে বনে বাসন্তিকা কুসুমে কুসুমে ভরে বন ,
চঞ্চল মৌমাছি মৌফুলে তুলে গুন গুন গুঞ্জন ।
মৃদু সমীরণ বয় অনুক্ষণ পাতায় পাতায় লাগে দোল ,
বনে বনে হিন্দোল লাগে করে হৃদয় মন উন্মন চঞ্চল ।
পলাশে শিমুলে রঙ লাগে আম্র পল্লবে এসেছে বোল ,
কৃষ্ণচূড়ায় লাগে রঙ মনে মণিকোঠায় হৃদয়ে সরগোল ।
মল্লিকা বীথিকা বনে মাধবী মালতী সনে করে মিতালী ,
হৃদয়ের কুঞ্জবনে মেঘ ও ময়ুরী মন গুঞ্জে প্রেমের গীতালি।
মধুকর মধুবনে মল্লিকা মাধবী সনে মাখে ফুলরেনু হেলিয়া ,
ভোমরা ভ্রমরী সাথে প্রেম আলাপনে যুগলে খুশীতে ভরিয়া ।
মক্ষিকা মৌবনে মৌমাছি গুঞ্জনে ফুলে ফুলে পড়লো ঢলিয়া ,
মক্ষিকা ফুলবনে যায় আনমনে উড়িয়া মধু লুটে উজাড়িয়া ।
বসন্তে বাসন্তী রঙ কতসঙ্গ কতসঙ নানা রঙে হেলিয়া দুলিয়া ,
বসন্তে বাসন্তী পূজা আসেন মা দশভূজা সিংহপৃষ্ঠে চড়িয়া ।
*********************
বিকাল - ৪ : ৫২ মিনিট ।
০১ / ০৪ / ২৪ সোমবার ।
কোলকাতা ।