কালো মেঘে বিজুরি খেলে
               দু'চোখ ঝলসে তোলে ,
ঘন মেঘে ডাকে দেয়া
              কালো মেঘে ভরে জলে।

নীল আকশে মেঘ পরীরা
                 ভাসিয়ে মেঘের ভেলা ,
আনতে চলে সাগর পারে
                জলকে আগাম বেলা ।

কালো মেঘে মাদোল বাজে
             মাদোলে বোল গুড় গুড় গুড় ,
বর্ষারানী আসছে সেজে
             পড়বে ঝরে ঝির ঝির ঝির।

মেঘ মল্লার ধরেছে রাগ
              মেঘের নাওয়ে কি অনুরাগ ,
নীল সমুদ্রে দেবে পাড়ি
             ধরবে তারা ইমন রাগ ।

বৃষ্টি খেলে লুকোচুরি
             তার উপর নেই জারিজুরি ,
ইচ্ছে হলেই খামখেয়ালি
               পড়বে ঝরে ঝিরি ঝিরি ।

     ×××××××××××××××××××××××××××××
রাত্রি - ৭ : ৪৮ মিনিট ।
০৫ /০৫ /২৩ শুক্রবার ।
কোলকাতা ।