আসমানের সরোবরে  মেঘমালা ভাসে ,
বর্ষায়  বর্ষণ ঝরঝরিয়ে দিনরাত  হাসে।
অনন্ত ভানুর কিরণ তবুও গরিমা প্রকাশে,
সাতসাগরের পারে রামধনু হাসে আকাশে।

নিখাদ ভালোবাসা মায়ের মতো কারুর নাই ,
স্বার্থ ছাড়া জগতে ভালোবাসেনা  কেউই।
যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ ভালবেসে যায় ,
স্বার্থ সিদ্ধি হয়ে গেলে কেটে পড়ে সবাই ।

ভালোকর্ম করে যাও কিন্তু ভুল করোনা,
ভুল করলে ভুলের মানুষ দিবে রেহাই পাবেনা।
ভালো থেকো ভালো কর কিন্ত ভুল যেননা হয়,
ভুলতো ভুলই হয় সঠিক কখনো হয়না।

বর্ষন মুখরিত শ্রাবণমাসে নাই বর্ষন শ্রাবনে,
ঝরঝর ঝরেনাতো গুরুগুরু মেঘ গর্জেনা গগনে।
আচম্বিতে বৃষ্টিধারা ঝরে মাঝে মাঝে কখনো দিনে,
চঞ্চল ময়ূরী পেখম তুলে নাচে মেঘ দেখে দিনে।

মেঘ ভাসে সুর্য হাসে বৃষ্টি বাইরে নাহি ভাসে,
কোথা জল কোথা কাদা শুখা জমিন শ্রাবন মাসে ।