সেজে স্যালিব্রিটির মত বারবনিতা গন ,
কত সুখের সংসার ভাঙে করে উপার্জন ।
নিত্য কত সুখের সংসার ভেঙে হয় ছারখার ,
মোহে পড়ে মূর্খ নর ভালো মন্দ ভাবে না আর ।
আলো দেখে পতঙ্গ ধায় পুড়ে মরে আগুনে তায় ,
না থাকে নড়িবার শক্তি অর্দ্ধ মৃত দগ্ধে  প্রায় ।
সেজেগুজে বারবনিতা বসে তাদের  আঙিনায় ,
মূর্খ নর পিপিলিকার ন্যায় তাদের পানে ধায় !

না থাকে মান সম্মান তাদের না চিন্তে সমাজ সংসার ,
না পায় আত্মীর স্বজন ঘৃনার চোখে পড়ে সবার ।
সৎ সুস্থ জীবন যাপন ত্যাগি বারবিনতায় মগন ,
ভবিষ্যৎ না চিন্তে সে সদাই যেন জীবন্তে মরণ ।
ঘরে স্ত্রী সাধ্বী নারী ত্যয়াগিয়ে যায় বারবনিতা বাড়ী ,
না ভাবে ভাল মন্দ দুঃশ্চরিত্র সবাই ঘৃনা ভরে দেখে তারি ।
সমাজ সংসার পরিজন ঘৃনাভরে করেনা আলাপন  ,
কর্মদোষে জীয়ন্তে মরিয়া থাকে ঘৃনিত যাবজ্জীবন ।
মানুষ জন্ম নিয়েও তার বিফল মানব জীবন ,
ভালো মন্দ নাই জ্ঞান মানুষরূপী পশুরও অধম ।
মনুষ্য জন্ম লভে যদ্যপি মনুষ্য কর্ম সে না করে
এঁঠো পাতার ন্যায় সমাজে সংসার দেখে ঘৃনা ভরে ।

             ***************
সন্ধ্যা - ৫ : ২৮ মিনিট ।
০৫ / ১২ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।