কূ-রূপা রমণীর সমাজে কদর যেমন কম ,
তারা দরে দামে বিকায় না কোনরকম ।
অর্থহীন পুরুষ তেমনই সর্বত্রই অধম ,
নাই লাজ মান অসামাজিক বেহায়ার যম ।
রূপ আর অর্থের যেমন সবাই করে সমাদর ,
অপরূপা হলে তাদের পদে পদে বিপদ আবার ।
অভদ্র ব্যবহারে তারে ঘৃনা করে সমাজ সংসার ,
ভাল ব্যবহার যার তারে ভালোবাসে বিশ্বসংসার ।
সৎ ব্যবহারের কাছে সবাই মানে হার বার বারে ,
ভদ্র ব্যবহারের তুলনা না হয় এই বিশ্বসংসারে ।
ভদ্র ব্যবহার হলে বলে নাই জ্ঞান বুদ্ধি শিক্ষা তার ,
দুর্বল জ্ঞানহীন অজ্ঞ ভেবে সবাই করে তিরস্কার ।
জ্ঞান বুদ্ধি সম্পন্ন বুঝে সৎ গুনের আধার ,
তাই তারে দেয় মান নেয় জ্ঞান মানে যে হার ।
ভালো লোক বুঝে জানে দেখে শুধু সৎ ব্যবহার ,
সৎ কর্ম সৎ ব্যবহারই মানব সমাজে বাড়ায় আদর ।
রূপ সৌন্দর্য্য নাই যাদের তারাই করে রূপের অহংকার ,
অর্থহীন মানহীন শিক্ষাহীন দেখায় দম্ভ অর্থের শিক্ষার ।
*****************
রাত্রি - ১০: ১০ মিনিট ।
১২ /০৪/২৪ শুক্রবার ।
কোলকাতা ।