ছুটে যায় মন সবুজে সবুজে ঘেরা  গ্রাম বাংলায় ,
যেথা বাঁশ বাগানের ফাঁকে ফাঁকে চাঁদ দেখা যায় ।
বয়ে যায় তটিনির  কুলুকুলু ধ্বনী মনে পড়ে যায় ,
স্নানে যায় গৃহবধূ হাতে তার কিঙ্কিনি ঘোমটা মাথায় ।

সবুজ মাঠে সবুজ শ্যামলী ক্ষেতে হাওয়া দেয় দোল ,
সোনালী ধানের ক্ষেতে সোনা রৌদ্দুর করে ঝলমল ।
পুকুরে দীঘিতে কানায় কানায় ভরা জল করে ঢলঢল ,
নদী নালা খালে বিলে বর্ষার জল ছোটে করে খলখওদেরমে বৌয়েরা ধান রুয়ে জলে ভিজে তাদের সারাটা শরীর ,
সোনা ধান কেটে খামারে তোলে হয় আনন্দে অধীর ।
পান্তা ভাতে লঙ্কা পিঁয়াজ দিয়ে খায় সকাল আর দুপুর ,
তাদের জন্যে আমরা ঘরে বসে আনন্দে খাই পেটভর ।

দিবারাতি  রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফসল ফলায় চাষীভাই ,
তাইতো আমরা ঘরে বসে বসেই সুখেতে দিন কাটাই ।
কত ঝুঁকি মাথায় নিয়ে রোদ বৃষ্টি জলে সে ফসল ফলায় ,
ধান কেটে মাথায় বয়ে আলের পথে ফসল নিয়ে বাড়ী যায় ।

নুতন ধানের সুগন্ধে  মাঠ ঘাট ঘর ভরে সৌরভ ছড়ায় ,
নুতন ধান্যে হবে নবান্ন ঘরে ঘরে সেই গ্রাম বাংলায় ।

   ********
রাত্রি - ৯ :০০ মিনিট ১১/০১/২৪বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !