আ-মরি বাংলাভাষা মোদের গর্ব মোদের আশা ,
মোদের শান্তি মোদের ভাষা মোদের দুঃখ ক্লান্তি নাশা ।
বাংলা ভাষা মাতৃভাষাই  মনের ভাষা মুখের ভাষা ,
বাংলার গান বাঙলার বাউল আউল বাঙলায় ভালোবাসা ।

মিষ্টি মধুর বাঙলা ভাষা জুড়ায় প্রাণ মেটায় আশা ,
বাঙলা ভাষায় মা মা ডাকি   প্রথম বুলিই বাঙলা ভাষা ।
বাঙলা ভাষা রক্ষা হেতু কতবীর বাঙালী দিলো প্রাণ ,
জব্বর শফিউর বরকত রফিক সালাম ও রহমান ।

বাঙালীর খুনে লালহলো যেথা একুশে ফেব্রুয়ারী ,
বাঙলা ভাষা রাষ্ট্রীয় ভাষা দিবস পালন কবি  ।
বাঙালীর খুনে লাল হয়ে গেলো বাঙলার রাজপথ ,
বাঙলা ভাষা শিকৃতি লাগি শহীদ সালাম বরকত ।

আমার ভাষা মাতৃভাষা মধুর মিষ্টি বাংলা ভাষা ,
এই ভাষাতেই মাঝি টানে দাঁড় গান গেয়ে ধান কাটে চাষা।
কিযে শান্তি কিযে আশা বাংলা ভাষা মোদের ভাষা ,
এই ভাষাতেই মাকে ডাকি মিটে মোদের মনের আশা ।

      **********
রাত্রি - ৯ :০০ টা
২৩ / ০২ / ২৪ শুক্রবার !
কোলকাতা !