বাংলা আমার গর্ব যেগো বাংলা আমার ভাষা ,
বাংলা আমার হৃদয় রতন মধুর ভালোবাসা  ।
বাংলা মিষ্টি মধুর টানে মিটায় মনের তিয়াসা  ,
এই ভাষাতেই গান গেয়ে দাঁড় টানে মাঝি
মিটে মনের আশা ।

বাংলা ভাষায় ভাটিয়ালির সুরে সুরে ,
বাউল গানের ছন্দে ছন্দে মন ভরেরে ।
এই ভাষাতেই নবদ্বীপের প্রতি ঘরে ,
নদের গোরা নাম বিলালো দ্বারে দ্বারে ।

বাংলা ভাষায় কত যে যাদু কেউ জানেনা  ,
বৈরাগী গায় মধুর সুরে মন তো মানেনা ।
মহাভারত লিখেন কবিকাশিরাম সবার জানা ,
এতে আছে কাব্য সুধামধু অমৃত সমানা  ।

বাংলা আমার মাতৃ ভাষা আমার সোনার খনি ,
বাংলা ভাষাই মুখের ভাষা ভরে হৃদয় খানি ।
কবি রচেন মহাকাব্য বাংলায় আমরা জানি ,
এই ভাষাতে জীবন মরণ আশা ধন্য মানি  ।

বাংলা আমার মাতৃ ভাষা বাংলা আমার প্রাণ  ,
বাংলা ভাষা আমার ভাষা বাংলা সুখের আঘ্রান ।
বাংলার খাই পরি বাংলায় আমার ঘর বাড়ি  ,
বাংলার অন্ন জল পরিভাষা বাংলায় জীবন ধরি ।

        *****************
দুপুর - ১২ : ৫০  মিনিট  ।
১৩/০২/ ২৫ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।