জন্মভূমি মাগো আমার আমার দেশের মাটি ,
সকল দেশের সেরা এদেশ সবার চেয়ে খাঁটি ।
এই মাটিতেই জন্মেছি মা মরণ তোমার বুকে ,
জীবন জুড়াই মাগো তোমার শ্যমল রূপটি দেখে ।
বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল ,
তাইতো আমি সার জেনেছি এই বাংলার চরণ তল ।
তোমার কোলে সুখে দুঃখে বেড়েছি মাগো আনন্দে সুখে ,
দেশের সেরা তুমি মাগো মন না ভরে তোমায় দেখে !
বঙ্গ আমার জননী আমার গর্ব আমার আমার দেশ ,
বঙ্গভূমি মায়ের মত শান্তি কোথাও নাই অশেষ ।
তোর 'পরে জন্ম মাগো থাকি আনন্দে শান্তিতে সুখে ,
এমন দেশটি পাইনা কোথাও শান্তিতে ঘুমাই যার বুকে ।
শ্যামল বরন দেশ মা আমার পরনে সবুজ শাড়ী ,
মায়ের প'রে বইছে নদী যেন শাড়ীর উপর রুপোলী ডুরি ।
যখন বৃষ্টি রানী নামে বুকে সবুজ শাখা ভিজিয়ে সখে ,
মায়ের আনন্দ দেখে ময়ূরী মন নাচে ঐ মেঘকে দেখে ।
মাতৃভূমি জন্মভূমি তুমি আমার স্বর্গভূমি বঙ্গভূমি,
এমন দেশটি সবুজ সোনা কোথাও খুঁজে পাইনি আমি !
****************
বিকাল - ৩ : ৫৬ মিনিট !
১৫ / ১২ / ২৩ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !