কুম্ভীরাশ্রু ফেলে নেতা ,
ভাবে সদা জনগনের কথা !
বিছানায় শুয়েও দশের কথা ,
এক করেনি দুচোখের পাতা !
দেশ দশের লাগি সদাই চিন্তা ,
কার্য সিদ্ধ করে সে হবে নেতা !
লোন ও চাকরি পাবে যেতে হবেনা কোথা,
জিতলে ভোট কথার হবেনা অন্যথা !
দেশের সবাই মাতা পিতা আমার ভগিনী ,
দেশের জন্য প্রাণ দেবো কথা দিলাম আমি!
দেশ আমার প্রাণ মন দেশের জন্য জীবন পণ ,
দেশের সবাই আমার অতি আপনজন !
জলের লাইন ঘরে ঘরে জ্বলবে আলো পথপরে ,জমিতে উন্নত ফসল হবে রোগে ভুগবেনা
চিকিৎসা তরে !
বাঁধ বেঁধে হবে চাষ রাস্তায় যাওয়া আসা ও বসবাস ,
স্কুল কলেজ লেখা পড়া উচ্চ শিক্ষায় হবেনা নিরাশ !
নেতা হলে তোমাদের সাগর সেঁচে মুক্ত এনে দেব ,
ভোটে জিতে তোমাদের কষ্ট দূর করে দেব!
জিতলে ভোটে গাড়ি বাড়ি দেবো স্বর্গ সুখ ,
নেতা হলে তোমাদের কোনকিছুতেই করবোনা বিমুখ !
***********
বেলা - ১০ : ৩০ মিনিট !
১৭ /০৭/ ২৩ সোমবার !
কনকর্ড =আমেরিকা (ইউ ,এস ,এ ,)