ওগো ও সবুজে সবুজে ঢাকা অরন্যানী ,
তোমার রূপে সৌন্দর্যে সাজাও অবনী ।
মন ভরেছো সবুজে শান্ত বৃক্ষ ছায়ে ছায়ে ,
কত প্রাণী লয়েছে আশ্রয় তোমার আলয়ে ।
কত বিহঙ্গ বাঁধে নীড় তোমার বৃক্ষ উপরে ,
কর নাই প্রতিবাদ নাও কাছে আনন্দ ভরে ।

তোমারে জড়ায়ে ধরে তরুলতা সোহাগ ভরে ,
বক্ষে টেনে কর আদর তুমি প্রেম বিতরিয়ে ।
কত রঙের নানান ফুল ফোটে সাজায় তোমারে ,
সুন্দরী সাজোগো তুমি শ্যমল সবুজ প্রান্তরে ।
রূপসী ঊর্ব্বশী তুমি তোমা হ'তে নয়ন ফেরাতে নারি ,
কি অপরূপ রূপে সাজো নিত্য নূতন অরন্য সুন্দরী ।

লাল নীল সাদা ফুলে সাজায়ে অরন্য বনানী ,
অপরূপা রূপে সাজ তুমি যেগো মন হারিনী ।
সুশীতল ছায়ায় পথচারী বিরাম লভে অনুক্ষণ ,
দেহ মন শান্ত করে তাদের জুড়াও প্রাণ মন ।
সবুজ রূপের ছটায় তুমি হৃদয় করেছো হরণ ,
তুমি শান্তি আনন্দ দাও ফলে ফুলে সাজাও ভূবন ।

             ***************
সকাল - ৮ : ১০ মিনিট ।
১৮ / ১০ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।