বাজীগরে বাজী করে শুন্যেতে ডিগবাজি মারে ,
আস্ত জ্যান্ত মানুষ উড়িয়ে হাত সাফাই করে ।
হাত বাড়ালেই আসে ফুলে সবই চোখের ভুল ,
আসমানে মানুষ তুলে পিঠে গাঁথে তার ত্রিশূল ।
তোমার আশীর্বাদে প্রভু সবই তোমার আশীর্বাদে ,
বিশ্বাব্রহ্মান্ড চলে প্রভু কেবল তোমারই ইশারাতে ।
তুমি আছো সবার সাথে সবখানে সর্বহারার মাঝে ,
যারে তুমি যেমন নাচাও তেমনই সে যে সদা নাচে ।
তোমার ইচ্ছায় বাঁচে মরে তোমার ইচ্ছায় ঘুরে সদাই ,
তুমি না ইচ্ছা করিলে প্রভু বিশ্ব বিকল থাকতো সর্বদাই ।
আহমিকায় দাম্ভিকতায় হারায় মানবিকতা ভালোবাসা ,
শ্রদ্ধা ভক্তি মান সম্মান হারাবে যদি না থাকে ভরসা ।
তুমি ইচ্ছা করলে পরে তাদের থাকবেনা দাম্ভিকতা ,
তুমিই ইচ্ছা করলে হারাবে বল শক্তি সকল স্বামর্থতা ।
ইচ্ছাময়ের ইচ্ছায় সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের আকাশে উদয় ,
তাঁরই ইচ্ছায় সকাল সন্ধ্যা হয় আলো বাতাস সদা বয় ।
তিনি দক্ষ বাজীগর রে ভাই যখন যেমন ইচ্ছা করেন কাজী ,
তাঁর ইচ্ছাতেই জগৎ চলে তাঁর অনিচ্ছাতে সবই গররাজি ।
*************
দুপুর - ১ : ২১ মিনিট ।
১৫ / ১২ / ২৪ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।