জুতো কে বলে "সু" রে ভাই ভ্রমণ বলে "টুর",
এক দুই পালিয়ে গেলো এলো "ওয়ান টু "।

ভাত খায়না বাঙালী আর খায় শুধু "রাইস ",
পয়সা টাকা লুকিয়ে গেছে বলে কত "প্রাইস ''।

বই পালিয়ে"বুক"এলো চালক হারিয়ে"ড্রাইভার ",
মন হারিয়ে"মাইন্ড"এলো ভাই হলো "ব্রাদার " ।

সেবিকারা"সিসটার হলো মা হয়েছেন "মাদার ",
"কালার"হলো রঙ যে ভাই বাবা কে বলে "ফাদার "।

চাষকে বলে "কাল্টিভেটার" জমিকে বলে"ল্যান্ড",
উর্ত্তীর্ন টা "পাশ" হয়েছে স্বীকার হলো "গ্র্যান্ড"।

খশীকে "হ্যাপি" বলি ভাই সুপ্রভাত "গুডমর্ণিং" ,
যাতায়াত টা "জার্নি" হলো হাঁটাচলা " ওয়াকিং"।

কার্য্যালয় "অফিস" হলো বাসগৃসকে বলি "রুম",
ফুল যে"ফ্লাওয়ার" হলো প্রস্ফুটিত হলো "এব্লুম " ।

বাংলাতে ভাই বোন আজ"ব্রাদার এন্ড সিস্টার"বলে,
আনন্দ"স্যালিব্রেট"হয়েএকসাথে"গেট টু গ্যাদার"চলে ।

এইতো ভাষার কারসাজি ভাই বিদেশী ভাষা এলে ,
মাতৃভাষা ভুলে সবে আজকাল ইংরাজী ভাষা বলে ।
*****************
সন্ধ্যা -৫ : ৫৫ মিনিট !
২৫ /০৫ /২৪ শনিবার !
কোলকাতা !