অতিরিক্ত কথা বলে যে
বাচাল তাকে বলে ,
তার কথার কেউ না দেয় মূল্য
সবাই তাহারে অবহেলে ।
বলুক না কেন মূল্যবান কথা
কেউই দেয়না কথার দাম ,
কোন স্থানে কালে ক্ষেত্রে
পায়না সে মান সম্মান ।
যে মেপে ক্ষেত্র বিশেষে কথা বলে
তার কথার মূল্য দেয় সকলে ,
যুক্তি যুক্ত কথা হয় মূল্যবান
অযোক্তিক কথার নেই কোন দাম ।
কেউ যদি যত্র তত্র বেফাস কথা কয়
সর্বস্থলে সেই ব্যক্তি বেফাস অতিশয় ,
কোন ক্ষেত্রেই সেই ব্যক্ত মূল্যহীন হয়
সম্মানীয় ব্যক্তির ব্যক্তিত্ব সদাই রয় ।
স্থান কাল বিশেষে যে যুক্তি যুক্ত কথা বলে
মান্য গন্য পায় সে সর্বস্থলে ,
ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সর্বস্থলে কথা না বলে
যোগ্যস্থলে কথা বলে প্রয়োজন হলে ।
**************
দুপুর - ১২ : ৫০ মিনিট ।
১৫/০১/২৫ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।