বাবা তুমি হারিয়ে গেলে
            কোন সে অচেনায় ,
নয়ন দুটি খুঁজছে তোমায়
                আকুল হয়ে তায়  ।

হঠাৎ মন বলছে
         তুমি আছো আমার পাশে ,
আমার মাথায় হাত ঠেকিয়ে
          কাঁদিসনে মা বলছো যেন হেসে ।
ভালো করে দেখনা চেয়ে
              আমি রয়েছি তোরই পাশে ।

আকাশ পানে তাকিয়ে দেখি
          তুমি তারার মাঝে আছো নাকি  ,
কোন তারাটির পাশে বাবা
               তুমি কোথায় আছো দেখি ।

স্বর্থপর এই পৃথিবীতে
            জন্ম কেন আমার হলো ,
হেথায় জন্ম লয়ে আমি
              দিচ্ছি কত মাশুলো  ।

তুমি যদিথাকতে বাবা পাশে
            ভয় কাউকে করিনেকো আমি ,
তুমি পাশে থাকলে বাবা
                 জগৎটাকে নিতাম জিনি  ।

বাবার মতো কেউ হবেনা
                  এই পৃথিবীতে আর ,
বাবা আমার বটের ছায়া
               নির্ভরতার সমাহার  ।

    ***********
বিকাল - ৪:০০ টা!
০৫ / ০৩ / ২৪ মঙ্গলবার !
কোলকাতা !