কালীহয়ে আয়মা শ্যামা আমাদের ই ঘরে ,
কন্যা রূপে দেখব তোরে জীবন জুড়াই ওরে ।
হোসনে মাগো দিগম্বরী পর মা বেনারসী শাড়ী ,
তোর রূপের ছটায় চারিদিক আলোয় যাক ভরি।
তোর কটিবন্ধে করবেড়া ছেড়ে ধর মা পীতধড়া ,
ফেলে দেমা মুন্ডমালা কাটা মুন্ড হাতে ঐ খাঁড়া ।
কে সাজাল বিবসনা ওমা করালবদনা তুই তারা ,
লাজ লজ্জার নাই কী বালাই হয়েছিস আত্মহারা ?
রাজ রাজেশ্বরী তারা তুই কেন হলি দিগবসনা ,
দীনের চিতায় বেড়াস নেচে ওমা তুই সবাসনা ।
শ্মশানে শ্মশানে ঘুরিস বিশ্বে কী তোর ঘর জোটেনা ,
ভূবন ভোলা রূপ দেখে ভবেশ করে মা চরণ সাধনা ।
ভীমা ভয়ঙ্করী ভৈরবী রূপা চন্ডী চামুন্ডা রূপীনি ,
চন্ডা চন্ডালিকা রূপীনি ব্রহ্মবিদ্যা দেবী সনাতনী ।
কালী মহাকালী মহাবিদ্যা কালিকে পাপহারিনী ,
ধর্ম কাম প্রদায়িনী দেবী নমস্তুতে ত্বম্ নারায়ণী ।
ত্বম্ কালী তঞ্চ তারা ত্বমসি গৌরী গিরিসূতা ,
ধর্ম কামাশ্চ দেহি মে দেখিয়ে মাতা পবিত্রতা ।
ধূম্র বরনা মাতা লোল জিহ্বা মুন্ডমালা বিভূষিতা ,
রূপং দেহি জয় দেহি সর্বং মোক্ষম দেহি মাতা ।
*********
সকাল - ১০ : ১৬ মিনিট !
৩১/ ১০ /২৪ বৃহস্পতিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !