ওরা দ্বীন ভিক্ষারী ভিক্ষা করে ঘরে ঘরে ,
ভিক্ষা করেখায় ওরা ঘুরে দ্বারে দ্বারে !
সামনে মানুষ দেখলেই তার কাছে ভিক্ষা করে ,
দু এক পয়সা দেই সবে দয়া করে তাদের !
ওদের নাই স্বজন আত্মীয় পরিজন ,
ওরা কাঙাল দ্বীন হীন ভিক্ষারী অভাজন !
ওরা যা পায় তাই খায় ওদের নাই প্রয়োজন ,
ওরা পথের ভিক্ষুক ওদের অন্য্ চোখে দেখে সাধারণ !
ওরা হাত পেতে ভিক্ষা চায় দয়ার দান কিছু পায় ,
কেউ আবার তাচ্ছিল্য ভরে মুখ ফিরায়ে চলে যায় !
ওরা ভিক্ষার তরে ঘুরে দ্বারে দ্বারে ভিক্ষার আশায়,
ওদের নাই ভলো নাই মন্দ শুধু
ক্ষিদার জ্বালায়
নাই ঘর নাই নিজের বাড়ি রাত্রি কাটে হেথায় হোথায় ,
না আছে আপনজন নাই কোন প্রয়োজন ক্ষুধার জ্বালায় !
উদয়াস্ত ভিক্ষা করে গুধুলীতে ফিরে নিজ ডেরায় ,
ক্লান্ত কলেবরে ভিক্ষা উপার্জনে পেট ভরায় !
ঈশ্বরের কি বিচার কারে করেন ধনী আর কারে কপর্দক হীন ,
কারে অগাধ ধনের মালিক কেউ বা দরিদ্র দ্বীন !
এইকি তোমার কেমন বিচার নাইকি দয়ার স্থান ,
কেউ দিনান্তে কঠোর শ্রমের পায়না কোন দাম !
*********
সন্ধ্যা - ৬ : ৩০ মিনিট !
১৭ / ০৭ / ২৪ বুধবার !
কোলকাতা !