দিনের দয়াল দীনবন্ধু দিনে কৃপা কর ,
তুমি বিণে অধমের কেবা করে পার !
দিনের কাঙাল তুমি দয়াল  কোথায় দয়া তোমার ,
অভাজনে দাও হে দুঃখ অভাগার জুটেনা আহার !

দীনবেশে তুমি ফের দেশে দেশে দয়ার অন্ত নাই ,
অসীম করুনা করহে দয়াল তোমার তুলনা না পাই  !
তুমি দুঃখ দাও নীতি নিত্য তবু তোমার তুলনা তুমিই ,
তোমার ভক্ত ডাকে হে তোমায়
দয়া কর হে সদাই !

দ্বীনের দয়াল তুমি হে প্ৰভু দুঃখ দাও তুমি যারে ,
কৃপা করহে নিঠুর দয়াল দয়া নাই কি তবে অন্তরে !
দুর্বল মানব মন্দিরে তোমায় প্রতিষ্ঠা করি তোমারে ,
ওহে দিনবন্ধু কৃপাসিন্ধু দয়া নাই কি তার উপরে !

অনাথের নাথ হে তুমি দুরাশার
আশা  ,
অন্য কিছু নাই প্রভু একমাত্র তুমিই ভরসা !
তুমি ত্বরালে ত্বরাও হে বিভু মারিলে মারিতে পারো ,
বাঁচালে বাঁচাবে হে প্রভু রাখিলে শ্রীপদে রাখো !

ভক্তের অধীন তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু ,
যে না তোমায় চিনতে পারে জীবনটাই মরু !
      **********
সন্ধ্যা - ৬ : ৩০ মিনিট !
১৭ /০৭ / ২৪ বুধবার !
কোলকাতা !