পরের কথায় ছেলে যে তার দেয় না মাকে খেতে,
চোখের জলে বুক ভাসে মা'র কাঁদে দিনে রাতে  ।
দালান কোঠায় বাস যে ছেলের বিলাস বহুল ঘরে ,
রকম রকম খাবার কত খায় তারা আয়াস করে ।

তবুও ছেলের ভাবনা ভাবেন মা যে রাতে দিনে,
ভাল রেখো সুখে শান্তিতে রেখো প্রভু আমার সন্তানে ।
আনন্দে শান্তিতে সুখে সদাই যেন থাকে আমার সন্তান,
সুখে শান্তি সুস্থতা যেন তার না হয় কভু ম্রিয়মান ।

পরের কথায় চলে ছেলে নেয়না মায়ের খোঁজ  ,
নূতন বাহারি পোষাক গহনা কিনছে কতই রোজ  ।
কতই পোষাক আষাক নাম না জানা সাজ গোজ,
কতই রকম পোষাক গহনাতে সাজে হররোজ  ।

অতীত কে সে ভুলেই গেছে সেই কষ্টের দিনগুলি ,
মা'র ছিল কষ্ট তবু বড় হবে ছেলে ভেবে স্বপ্নগুলি ।
ছেলের কাছে ফেলনা এখন মা  হয়েছে কমদামী ,
অপরের কথার মূল্য কত মা'র  কথার মূল্য নেই ই ।

জঠরে ধরে প্রসব যন্ত্রনা পেয়ে  দেখে ছেলের মুখ ,
এত কষ্ট যন্ত্রনা সঝ্য করে মা'র কিইবা হলো সুখ ।
বুকের মাঝে কষ্টের পাহাড় মা'র জমা হয়েই থাকুক,
তবুও আজ মা যে সুখী দেখে ছেলের সুখী মুখ  ।

মায়ের কত আশা কতই ভরষা আজ নিরাশ হয়ে যায় ,
আজকে বুঝি দুঃখের কষ্টের নব জনম হলো হায় ।
ছেলের সেই নূতন ভাবনার মুখ দেখছে আজি মায়  ,
কলিকালের একোন হাওয়ার চির পুরাতন ভেসে যায় ।

         **********************
বেলা  - ১১ : ১৯ মিনিট  ।
২২ / ১০ / ২৪ মঙ্গলবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর।