মেয়ে জন্ম দিয়েই হতভাগিনী গেলো মরে ,
মাসি পিসি আত্মীয় স্বজনো সব গেলো সরে ।
মিষ্টি মিষ্টি কথা বলে অনেকেই দরদ করে ,
কথার দরদ মাতৃহারা মেয়েকে দেখেনা ফিরে ।

সবাই বলে জন্ম নিয়েই মাকে খেলো রাক্ষসী মেয়ে ,
জন্ম দিয়ে মরল জননী অভাগীনি মাকে নিলো খেয়ে ।
পৃথিবীর আলো দেখিয়েই দুঃখিনীর মা গেলো চলে ,
তাই মেয়েকে দেখতে পারেনা কেউ "অভাগী"বলে ।

তাই মনে ভাবি আমি সত্যিই কি সেই মেয়ে হতভাগিনী ,
জন্ম দিয়েই মা তার গেলো মরে মেয়েটি চোখে দেখেনি ।
গর্ভে ধরে সন্তান কতই না যন্ত্রনায় ভুগেছে তার জননী ,
জন্মদিলো ধূলি পরে সন্তান মাতা তারে কোলে তুলেনি ।

তাইতো মেয়ে সারাজীবন জনম দুঃখিনী অভাগি একজন ,
পিতৃ মাতৃ স্নেহে পিতা তারে করেন সদাই লালন পালন  ।
স্নেহময় পিতা তারে স্নেহমাখা মমতা দিয়ে করেন যতান ,
আদরে সোহাগে ভোরে পিতা তারে গড়িলেন মনের মতন ।

আদরে সোহাগে ভরে মায়ের অভাব অভাগীরে দেননি কখনো
মা'র কথা শুধাইলে মুখভার করে বলে মা আছেন স্বর্গে এখন ।

                  *****************
দুপুর - ১ : ৪৩ মিনিট ।
১১/১১/২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।