প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা
কখনো হয় সর্বনাশা ,
অচেনা অজানা অশান্তি হয়ে
যেন বুকে বাঁধে বাসা ।
দুঃখ আছে কষ্ট আছে
আছে জীবন যন্ত্রনা ,
ছোট্ট এই জীবনটাতে
নেই কোন শান্তির সান্ত্বনা ।
হৃদয়ের যন্ত্রনা সেতো
দেখতে পায়না কোনজন ,
দেহের যন্ত্রনা দেখে
সেতো শুধুই মৃত্যুর কারণ ।
আশায় বুক বেঁধে সবে
থাকে সুখের আশে ,
শান্তি সুখ কোথা গেলো
শুধু বসে থাকে নিরাশে ।
অভাগার ভাগ্যে বুঝি বিধি
বাধিল বিষম বাদ ,
আসিল মনের বিষাদ
না মিটিল মনোসাধ ।
****************
রাত্রি - ৯ : ১০ মিনিট ।
০৮ / ১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।