খড়ের ছাওনি চাল মাটির দেওয়াল ,
প্রতি বাড়ি গরুর গাড়ি লাঙ্গল জুয়াল ।
কাঠ খড় পাতার জ্বালন মাটির হাঁড়ি খলা ,
প্রতি বাড়ি মুড়ি ভাজতো সকাল বেলা ।
মাটির হাঁড়িতে ভাত খলায় সিদ্ধ ডাল ,
ক্ষেতের টাটকা আনাজ শাক সবজি ঝাল ।
পুকুর ভরা মাছ ছিল পাতকুঁয়ার জল ,
গোয়াল ভরা গরু ছিল খাঁটি দুধ দই ঘোল ।
ছিলোনা খাট পালং ম্যাট্রেস গদির বিছানা ,
দড়ির ছাউনি খাট ছিল কাঁথা মাদুর খানা ।
ছিলনা টিভি সিনেমা ঘরে জলের সিস্টেম জানা ,
ছিল পাতকুঁয়ো লুডো খেলা রিডিওর গান শোনা।
ছিলোনা সুট বুট কোর্ট শার্ট প্যান্ট বোতাম আঁটা,
ছিল ধুতি পাঞ্জাবী গ্যাঞ্জি সুতির প্যান্ট তাতে ফিতা ।
আটপৌরে পোশাক ছিল আটহাতি ধুতি গ্যাঞ্জি গামছা ,
কাজ শেষে সারাদিনে সন্ধ্যায় সবাই জমাতো আড্ডা ।
আসবেনা সেদিনগুলি হাসি খুশি আনন্দের শুভক্ষণ ,
তবু হয় আফসোস মনে হয় সহজ সুখের সেই জীবন ।
সন্ধ্যায় ঠাকুমা দিদিমার মুখে সবাই শুনতাম গল্প কত ,
ঠাকুরমার ঝুলি থেকে রাজপুত্র রাজকন্যাকে উদ্ধারের বিরত্ব।
********
রাত্রি - ৯ : ৪৫ মিনিট ।
১২ / ১১ / ২৪ মঙ্গলবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।