আজ যে আমি বড্ড একা বেঁচে আছি  ভালো ,
মনের অনুভূতি আবেগ গুলো বড্ড অগোছালো ।
ভেসে বেড়ায় মনের ভীতর অতীতের দিনগুলো ,
মনের মাঝে আশার স্মৃতিসৌধ বাসা বেঁধে ছিলো ।

বড় হবে মানুষ হবে যত দুঃখ কষ্ট হবে দূর ,
মনের দুঃখ মনেই রইলো শুধু বেদনা বিধুর ।
সেই ভাবনা ভুলেই গেছি পড়েনা আর মনে
কষ্ট দুঃখ পাইনা আর ভাবিনা সেকথা এক্ষনে ।

যতই ভাবি ভুলে যাবো ভুলা কি কভু যায় ,
অতীত স্মৃতি বুকের মাঝে কুরে কুরে খায় ।
কেউ রাখে না মনের খবর খোঁজ নিলোনা হায় ,
একলাই খুঁজে বেড়াই অতীত স্মৃতির সাহারায় ।

মিথ্যা ভুবন মিথ্যা আশা মিথ্যা ভরসা ভালোবাসা ,
যুগের ধর্ম মিথ্যাই শ্রদ্ধা ভক্তি মিথ্যা ভরসায় বাঁচা ।
আশায় বাঁচা জীবন ধরে আশায় আবার হতাশ করে ,
আশা নিয়েই জগৎ চলে আশায় স্বপ্ন দেখায় সবারে ।

মনের আশা মনেই থাকা আশার কথা বলবো কাকে ,
আশার নেশায় বসে থাকি আশায় মরি মনের দুঃখে ।

               ***************
বিকাল - ৪ : ৩৪ মিনিট ।
২১ / ১২ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।