প্রেম সেতো প্রেম  নয় লালসা কামনা ,
প্রেম আজ ভিখারী  সে পায় যে লাঞ্ছনা ।
হারিয়ে গেছে ধৈর্য্য সহ্য সেই স্নেহ মমতা ,
লোভ স্বার্থসিদ্ধি হেতু হারায় সহনশীলতা ।

সম্পত্তি স্বার্থ লাগি ভাই ভাই করে মারামারি ,
নিজ সুখভোগ লাগি হয়েছে স্বজন শিকারি ।
স্বার্থপরতা দুর্নীতির লেলিহান জিহ্বা দিকে দিকে ,
সামাজিকতা মানবিকতা মনুষ্যত্ব অবক্ষয়ের বুকে  ।

নকলেতে ভরা দেশ নকলে ভরা ভলোবাসা ,
উবে গেছে আসল নির্ভেজাল নকলে দেশ ঠাসা ।
মন্দতে ভালোতেএই বিশ্ব সংসার স্থিতিশীল হয় ,
নরমে গরমে সংসারেতে চলে  মানুষ সমুদয়  ।  

ছলে বলে কৌশলে  ন্যায় নীতি  পূজার ছলে ,
টক মিষ্টি  লবন ঝালে সকলের সংসার চলে ।
খুনসুটি ভালোবাসা ভালোর মন্দ মন্দ ভাল ঘেঁষা ,
সংসার সুন্দর হয় বোঝাপড়া সুখ শান্তি ভালোবাসা ।

প্রেম পিয়াসি মন আজ ঘুরে মরে দ্বারে দ্বারে ,
নকলে ভরা প্রেম আজ আসল গেছে দূরে সরে ।
নকল দাম্পত্য ভালোবাসা কলহেতে গেছে ভরে ,
তাই  বিবাহবিচ্ছেদে ভরেছে দেশে প্রায় ঘরে ঘরে ।

    ******************
সকাল - ১০ : ৪০ মিনিট ।
১৫ / ১০ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।