মানুষ রূপে মানুষ ঘোরে মানুষের মতই  ,
কেইবা শত্রু কেবা মিত্র বুঝা বিষম দায় ।
মিত্র বেশে শত্রু কত ঘোরে ফিরে বেড়ায় ,
আচরণে ভাল মানুষ অন্তরে ছুরি শানায় ।

সম্পত্তির কারণেই সকল সম্পর্ক নষ্ট হয়  ,
ধন সম্পত্তির লাগি ভাই ভাইয়ে শত্রু বনয় ।
অর্থের কারণেই ঘরে বাইরে শত্রু বৃদ্ধি হয় ,
আত্মীয়রাও শত্রুতা করে সম্পত্তি কারণেই  ।

টাকাপয়সা সম্পত্তির কারণেই ভাইকে খুন করে ,
গৃহযুদ্ধ হানাহানি মনোমালিন্য সম্পত্তিরই তরে ।
অর্থই অর্থের মূল দেখিএই বিশ্ব সংসার মাঝারে ,
চেনা পরিচিত জনও শত্রু হয় মতবিরোধ  করে  ।

অর্থ স্বার্থ লাগি মানুষ খুন করতেও দিধা না করে  ,
অর্থ অর্থের জেরেই অনেকেই যায় মরনের পারে  ।
মাতা পিতা ভাই বোন অর্থ লাগিই যায় ত্যাগ করে ,
অর্থ লাগিই শ্রদ্ধাভক্তি স্নেহ মমতা থাকেনা অন্তরে  ।

পাপেপূর্ণ বসুন্ধরা ধারেনা পাপপুণ্য গুরু লঘু জ্ঞান  ,
ছোট বড় মানেনা সবে করেনা আদর স্নেহ সম্মান  ।
অতিথিদের করেনা আদর আপ্যায়ন করে কূকথন  ,
অসুর দানব নরপশুর রূপে এরা করে সদাই বিচরণ  ।

            ****************
রাত্রি  - ৮ : ৫০ মিনিট  ।
২০ / ০৯ / ২৪ শুক্রবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।