অর্থ সদাই অনর্থের মূল
অর্থ ছাড়া সব চিছুই নির্মূল ,
অর্থ ছাড়া ব্যক্তিত্ত্ব অর্থহীন
অর্থই রাখে ব্যাক্তিত্ত্ব বংশ কুল ।
অর্থহীন হলে সে বন্ধুত্ব হীন
অর্থ বিনে মতিহীন গন্তব্য হীন ,
যার নাই অর্থ সামর্থ সঙ্গতি হীন
তার দুর্ভাবনায় দুশ্চিন্তায় কাটে দিন ।
যার অর্থ নাই সে মনুষ্যত্ব হীন
তার নাই জ্ঞান নাই মান সম্মানহীন ,
সে সদাই দরিদ্র দীন
সে খাটে আনে খায় প্রতিদিন ।
তার নাই অর্থ সম্পত্তি বিত্তহীন ,
তার জুটেনা বস্ত্র অন্ন জুটেনা দিন ।
বোধবুদ্ধি দিয়ে বিসর্জন যারা অর্থহীন
বুদ্ধির বোধে ধরেছে জং হয়ে বুদ্ধিহীন ,
ধরে নূতন নূতন ঢং সং প্রতিদিন
বাস্তব স্বার্থ নিয়ে সাজে সং অর্থহীন ।
ভেক ধরেনিত্য ফন্দি আঁটে বুদ্ধিহীন
ভাবে এতে আসবে অর্থ একদিন ,
রঙ মেখে সং সাজে ফুটপাতে দিন
কিংবা দরজায় দরজায় ঘোরে অর্থহীন ।
***********
রাত্রি - ৮ : ৫৬ মিনিট !
২৯ / ০৫ / ২৪ বুধবার !
কোলকাতা !