ফোস্কা পড়েনা গায়ে একটুখানি বকলে ,
কিচ্ছু হবেনা একটু বকা সঝ্য করে নিলে ।
বকা ঝকা কটু কথা কিইবা হবে বললে ,
একটু নাহয় কটু ভাষা বলে আদর করলে ।
অভিমানে বুকের ভীতর কান্না রাখি চেপে ,
চোখের জল সামলে রাখি কেউ যেন নাদেখে ।
লোকে দেখলে বলবে সবাই মুখরা ওদেরকে ,
চোখের জলের দাম কেউ কখনও কি আর দেবে ।
মানুষ মুখোশধারী জানেনা আচরণ ব্যবহার ,
খায় দায় কর্মহীন করেনা কখনো পরপোকার ।
অন্যের দোষ গুন দেখাই এটাই তার কারবার ,
খায় আর ঘুমায় অপদার্থ এক কুঁড়ের আধার ।
অপরের দোষ খোঁজে বেড়ায় নিজে গাধা আস্ত ,
আহার করে নিদ যায় নিজে মস্ত এক অপদার্থ ।
জাগান যায়না নকল ঘুম চেষ্টা করেও কতশত ,
তাকে দেখেই মুখ ফিরায় শিক্ষিত সমাজ যত ।
নুন ভাত খেলেও ভাললাগে যদি শান্তি মিলে,
ভাল থাকি সুখে থাকি একসাথে মিলে সকলে ।
তবুও অর্থ চিন্তা ব্যাধি শুধু খায় গিলে গিলে ,
যতই সুখে থাকি সর্বদাই অর্থ চিন্তা বাধা দিলে ।
***************
রাত্রি - ৮ : ১২ মিনিট ।
২৮ / ০৯ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।