মনের সেই যন্ত্রনা অবর্ননীয় বর্ননা  ,
সেইদিন আরতো ফিরে আসবেনা  ।
চলেগেছে দিন স্মৃতিপটে রয়েছে চিন ,(চিহ্ন )
আনন্দে ভরেছিল মনে পড়ে সেইদিন  ।

শৈশব কৈশোর যৌবন কখন গেল চলে  ,
বার্ধক্যের শেষ প্রান্ত কখন এগিয়ে এলে  ।
তবুও অতীত স্মৃতি আজও স্মৃতিতে দোলে ,
এখন শুধু মনে হয় এই পথপ্রান্তএলো বলে ।

আর পথচলা কতবাকি কতদূর যেতে হবে ,
কতদূর গেলে আর পথের শেষ ঠিকানা পাবে ।
ক্ষীণ দেহ দিন দিন চলেনা চরণ আর এই ভবে ,
তবুও বুকে আশা বেঁধে শেষ প্রান্তে চলতেই হবে  ।

পথচলা হলে শেষ ফিরে যাবো আপন দেশ  ,
বিদায় সম্বর্ধনা দিয়ে ফুলে ঢাকবে দেহ বিশেষ  ।
জীবন্তে রাখেনি খোঁজ মরনের পরে সমাবেশ ,
কত সমাবেশ কত শোক বর্ননার নাই তার শেষ  ।

কত সভা জনসভা লোকদেখানো করে শোক সভা ,
ভাল মানুষ ভাল মনের মানুষ অশ্রুনীরে ভাবে সবা -ই ।
আহা মরি বেশ বেশ কি মজার পরিবেশ যায়না ভাবা ,
কত নাটক ছল চাতুরী লোক দেখন্ত করে কতই বা ।
                 ***************
বিকাল- ৪: ৫৪ মিনিট  ।
১৯ / ০৯ / ২৪ বৃহস্পতিবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।