নীতিবিদ নীতিবাক্য  নেই তার  সমাধান ,
সদাই পিছে ঘোরে তার অর্থের স্বার্থটান ।
প্রতিবাদী স্পষ্টবাদী তাদের জোটেনা কাম ,
পেছনে চক্রান্তকারী চক্রান্ত করে অবিরাম ।

টাকাই স্বর্গ টাকাই ধর্ম টাকাই স্বর্গোদ্বার ,
টাকা যদি না থাকে সে পাবেনা উদ্ধার ।
টাকা পয়সা থাকলে হয় সবাই তাঁবেদার ,
টাকাই জীবন টাকাই মরণ টাকা আপনার ।

টাকা যার আছে তার পরও হয় আপন ,
আপনজনও পর হয়ে যায় টাকার কারণ ।
পরকে করলে আপন সেতো হয়না আপন ,
পরও আপন হয় টাকা  থাকে  যতক্ষণ ।

বিপদে পড়লে পাশেও না থাকে আপনজন ,
হাতি দকে পড়লে লাথিমারে চামচিকে তখন ।
আপনজন এড়িয়ে চলে অপরে তাকে তুলেধরে ,
অপরে বিপদকালে সামর্থ দিয়েও উদ্ধার করে ।

অসময় আসে যখন আপনলোক থাকেনা তখন,
না দেখার ভ্যান করে পাশকাটে যায় সারাক্ষণ ।
আপনজন থাকেনা আপন পর হয় টাকার কারণ ,
তাই অসময়ে মানুষ চেন কে পর কে আপন ।
      **************
সন্ধ্যা - ৫ : ২৬ মিনিট !
২৬ / ০৯ /২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !