অপেক্ষাতে বসে আছি ওগো দয়াময় ,
কৃপাকরে দাওগো দেখা হইয়া সদয় ।
কবে আসিবে প্রিয় থাকি তোমা অপেক্ষাতে ,
চতুর্ভূজ রূপধরে প্রভু তুমি দাঁড়াও সাক্ষাতে ।

তোমাতে  রেখেছি মতি  করিনি মিথ্যায় আশক্তি ,
দেখা দাও  হেঈ জগৎপতি ঘুচাও সবার দুর্মতি  ।
কোথাও নেই মহৎ ব্যাক্তি  মিথ্যাতে সবাই অনুরতি ,
তোমাতে  নেই  ভক্তি শুধু  লোভ লালসায় সদা মতি ।

অশান্ত হিয়া মোর হতেছে চঞ্চল কেন জানি ,
ওহে  প্রভু  দেখা  দাও  ওগো মোর জগতের স্বামী ।
সবার ভালো কর ওগো প্রভু  নারায়ণ অন্তর্যামী  ,
তোমার  শ্রীচরণ কমলে আমি সতত প্রনমি  ।

তোমার চরণে প্রভু এই মানব জীবন করেছি সমর্পন ,
রক্ষ প্রভু দয়াময় চতুর্ভূজ শঙ্ঘ চক্র গদা পদ্মধাবী নারায়ণ ।
দুষ্টের দমন সৃষ্টের সাধন হেতু যুগে যুগে ধরাপরে অবতীর্ন হ'ন ,
সৃষ্টিকে রক্ষা করতে ভিন্ন ভিন্ন রূপ ধরে আবির্ভূত দেবকী নন্দন ।

তোমার  অপেক্ষায় প্রভু বসে বসে কতকাল যায় ,
এখনো  প্রভু নাহি এলে দেখা নাহি দিলে আমায় ।
তোমার অপেক্ষায় অপেক্ষায়  মম দিন কেটে যায় ,
কবে প্রভু চরণের তরীতে  তোলে নেবেগো আমায় ।

             **************
বিকাল -  ৩ : ৪৬  মিনিট  ।
১৫ / 0৫ / ২৩ / সোমবার  ।
কোলকাতা ।