চিনি চিনি মনে করি চিনিতে না পারি ,
কে গো তুমি কোথা হতে এলে কার ঝিয়ারি ?
হাতে চুড়ি কানে কানবালা খোঁপাটি বাহারি ,
কার খোঁজে হেথা তুমি এতো দূরে দাও পাড়ি ।

স্মৃতিতে ভেসে উঠে সেই চেনা চেনা মুখ ,
কেবা তুমি কিবা নাম পরিচয় দাও এইটুক ।
মলিন আনন শুষ্ক অধর ভয়ে দুরুদুরু বুক ,
নাচলে চরণ অপলক নয়ন কার তরে মনে দুঃখ ?

কোথায় কবে কতদিন আগে দখা হয়েছিল তব সাথে ,
মেলা সম্মেলনে বাজারে রাস্তায় সড়কে ঘাটে না পথে ?
কে জানে কবে তোমার হাত দুটি ছিলো আমার হাতে ,
দেখা হয়েছিলো বাঁশ বাগানের পাশ দিয়ে পথে যেতে যেতে ?

কেগো তুমি কার পথ চেয়ে কেবা পিতা তব কার মেয়ে ,
অপেক্ষায় রত নির্নিমেষ নেত্রে আছো তুমি কার পথ চেয়ে ।
দুটি চোখ ছলছল চরণ করে টলমল এসেছো পথ বেয়ে ,
জরির পাড় বাহারি রঙ শাড়ী রকমারি গহনা সারা গায়ে ?

আননে উদয় ইন্দু কপোলে চন্দনবিন্দু ভ্রুযুগল মধ্যে চন্দ্রোদয় ,
সিঁথিতে টিকুলি শোভে খোঁপা খানি স্বর্নপ্রভায় যেন ঝলসায় ।
কন্ঠে চন্দ্রহার চন্দ্রচূড়া বাজুবাহার ললন্তিকা কন্ঠেতে দোলায় ,
আলতো পায়ে পথ বেয়ে মল বাজে মৃদু মৃদু চরণের ছোঁয়ায় ।

         ************************
সন্ধ্যা - ৫ : ৩৬ মিনিট ।
২০ / ০৫ / ২৪ সোমবার ।
কোলকাতা ।